বিজয়নগর প্রতিনিধি ঃমাদ্রাসার ছাত্র আরাফাত হোসেন রিফাত (১১) হারিয়েছে। সে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা গতকাল ২৮/২/২১ইং তারিখ আনুমানিক দুপুর ৩টার দিকে নিজ বাসা মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া হেলাল চেয়ারম্যানের বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে। ছেলের বয়স ১১ বছর। গায়ের রং সুন্দর । ছেলেটি প্রতিদিনের মত মাধবপুর পশ্চিমবাজার কওমি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে এখনো ফিরে আসে নাই। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি কোথাও দেখে থাকেন দয়া করে ছেলের কাকার নাম্বার এ কল দিয়ে জানাতে অনুরোধ করা হল।
কাকাঃ+0 1714-506860
মেজবাঃ01711-105492
মেজবাঃ01711-105492
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics