আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ : হবিগঞ্জে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক এর জগদীশপুর (তেমুনিয়া) প্রবেশদ্বারে অভিযান চালিয়ে পুলিশ দুই মাদক পাঁচারকারীকে আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ৬:৩০ মিনিটে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ। আটককৃতরা হলো শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ২০নং লাইনের মৃত কিরন রেলী ছেলে লিটন রেলী (৩৫), একই এলাকার মৃত অনিল কর্মকার এর ছেলে মিঠন কর্মকার (৩২)। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics