আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা : আজ মঙ্গলবার ৩১ আগস্ট আনুমানিক সকাল সাড়ে আট ঘটিকার সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন( ৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপির হাবিলদার মোঃ ইউনুস খানের নেতৃত্বে টহল পরিচালনা করে মাধবপুর থানাধীন হরিণখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার 1986/7এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর নামকস্থান হতে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাজা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৫ হাজার টাকা বলে জানায় বিজিবি । চোরাচালান মালামালের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক এস এন এম সামিউন নবী চৌধুরী ।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics