আবুল হোসেন সবুজ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিদু্যৎপিষ্ট হয়ে পরিমল সরকার (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজন জানান, দক্ষিন বরগ গ্রামের প্রমোদ সরকারের ছেলে কৃষক পরিমল সরকার ঘরে ভিতর সিলিং এ কাজ করার সময় বিদু্যৎপিষ্ট হয়। দ্রুত স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics