লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার মাজার গেইট সংলগ্ন মেঘনা কোম্পানির কাছে বাসের ধাক্কায় মটর সাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে পুলিশসূত্রে জানা যায় বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর গামী একটি মোটরসাইকেল উল্লেখিত স্থানে পৌছলে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক শাহিন মিয়া (২০) ও আরোহী মাসুক মিয়া (১৮) গুরুতর আহত হয় মাসুক মিয়ার পা গুরালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত শাহিন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের বজলুল মিয়ার পুত্র ও মাসুক মিয়া একই এলাকার জহির মিয়ার পুত্র।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics