আবুল হোসেন সবূজ, মাধবপূর,হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে Selfless Society Organization এর উদ্যোগে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ই মে ২০২১তারিখে উপজেলার তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার রুমে সকাল ১১টায় সংগঠনের সেক্রেটারি মোঃ গোলাম মাওলার সঞ্চালনায় এবং প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ আল-মাসুদ লোকমান এর সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম শাম্মি সহকারী পরিচালক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোক্তার মিয়া সহকারী অধ্যাপক পোল্ট্রি সায়েন্স বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়,সিলেট আরও উপস্থিত ছিলেন মোঃ মুজিবুর রহমান বাহার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অপরূপা বালিকা উচ্চ বিদ্যায়তন,সাংবাদিক মোঃ আবুল হোসেন সবুজ ,মো: সিদ্দিক মিয়া সিনিয়র শিক্ষক পঞ্চাশ উচ্চ বিদ্যালয় চুনারুঘাট।
মুফতি মোঃ আবু ইউসুফ শিক্ষক, অপরূপা বালিকা বিদ্যায়তন,মোঃ নরুল হক বিশিষ্ট সমাজ সেবক কুলাইচাচর,মো: জিয়াউর রহমান সুজন প্রতিষ্ঠাতা সুজন আইডিয়াল একাডেমি,মো: ছিদ্দিক মিয়া সহ: ব্যবস্থাপক মানবসম্পদ ও প্রশাসন বিভাগ বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড। মোঃ রাসেল মিয়া বিশিষ্ট সমাজ সেবক ঘিলাতলী, এডভোকেট শাহেদ মিয়া,এছাড়া অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics