সময়কাল নিউজ
সময়কাল নিউজ

মাশরাফিকে ছাড়িয়ে সাকিব

সময়কাল স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে। সীমিত ওভারের ক্রিকেটে ২২০ ম্যাচে ২৭০ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন পেসার মাশরাফি। সাকিব পাঁচ ম্যাচ কম খেলেই (২১৩ ম্যাচ) ২৭০ উইকেট পার করে ফেলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের উইকেট সংখ্যা এখন ২৭২।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব তার ২৭০তম উইকেটের দেখা পান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেই ছিল এই ফরম্যাটে টাইগারদের সর্বশেষ ম্যাচ। সেই ম্যাচে সাকিব ছিলেন উইকেটশূন্য। তা না হলে আরও আগেই ছাড়িয়ে যেতেন মাশরাফিকে।

উইকেট শিকারের দিক থেকে সাকিব-মাশরাফির পরের অবস্থান আব্দুর রাজ্জাকের। সাবেক এই স্পিনারের শিকারে ছিল ২০৭টি উইকেট। চতুর্থ স্থানে আছেন পেসার রুবেল হোসেন, যার সংগ্রহে ১২৯ উইকেট। ১২৪টি উইকেট শিকার করে আরেক পেসার মোস্তাফিজুর রহমান আছেন তালিকার পঞ্চম স্থানে।

সময়কাল নিউজ