সময়কাল স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিপক্ষে দুর্দান্ত খেলল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
এ ম্যাচে পিএসজির নতুন তারকা ফুটবলার লিওনেল মেসির অভিষেক ঘটবে কিনা তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের শেষ ছিল না।
তবে ম্যাচের আগের দিন পিএসজি কর্তৃপক্ষ জানিয়ে দেয়, শনিবার মাঠে মেসিকে দেখা যাবে কিন্তু তিনি খেলবেন না। স্বাগত জানানো হবে লিওনেল মেসিকে। আর এতেই যেন খুশি মেসির ইতালিয় সমর্থকরা। গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না।
মাঠে নেমে গ্যালারিভরা দর্শকদের হাত নেড়ে অভিনন্দন গ্রহণ করেন মেসি। এসময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। মেসিও হাত নাড়িয়ে অভিনন্দনের জবাব দেন। হাতে মাইক নিয়ে প্যারিসে যোগদান নিয়ে নিজের অনুভূতির কথা জানান।
স্বাগত অনুষ্ঠানে অবশ্য মেসি একাই ছিলেন না; তার সঙ্গে একে একে মাঠে আসেন পিএসজির আরও চার নতুন খেলোয়াড়- আশরাফ হাকিমি, সার্জিও রামোস, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics