সময়কাল নিউজ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তালেবানকে অভিনন্দন জানিয়েছে। সোমবার তালেবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদারের সঙ্গে এক ফোন কলে হামাস নেতা ইসমাইল হানিয়া এই অভিনন্দন জানান।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব শেষ হওয়ায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তালেবানকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় ইসমাইল হানিয়া বলেন, আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান, সকল আধিপত্যবাদের সমাপ্তের পূর্বলক্ষণ।
এর আগে রোববার রাতে আফগানিস্তানের প্রেসিডেন্ট তুর্কমেনিস্তানে পালিয়ে যেন। এরপর আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তালেবান দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়ায় আছে।
ফিলিস্তিনে ইসরাইলের দখলদায়িত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে সংগঠনটি।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics