সময়কাল নিউজ ডেস্ক:
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে সমগ্র দেশব্যাপী বিডি ক্লিন কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতে কাজ করে যাচ্ছে শুক্রবার কেন্দ্রীয় কার্যক্রমের বিডি ক্লিন পরিচ্ছন্ন বাগান এই শিরোনামে সমগ্র বাংলাদেশে বিডি ক্লিনের ২৫ টি জেলা টিম ময়লার স্তুপকে বাগানে রুপান্তরিত করছে বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়াও গত ২৭ সেপ্টেবর থেকে আজ ৫ অক্টোবর বাগানের কাজ মোটামোটিভবে সম্পন্ন হয়।
বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদের নেতৃত্বে এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন বিডি বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার মনিটর – ১ টিএম একরাম,রিফাত হাজারী, লিটন দেবনাথ, মহিউদ্দিন সাইমা তালুকদার, পারভেজ খান, বৃষ্টি আক্তার, মোনালিসা, বিজয় দাস, বিডি ক্লিন আখউড়ার রমজানুল ইসলাম, টিটু খানসহ বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৪০ জন সদস্য এক সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনার ফলে বাগান করতে সক্ষম হোন।
তারা আশপাশের মানুষ এবং দোকানদার, ব্যবসায়ীদেরকে বাগান এবং যত্রতত্র ময়লা না ফেলার ব্যপারে সচেতন করেন। স্হানীয় কাউন্সিলর বাগানটিকে দেখাশুনা করবেন বলে প্রতিশ্রুতি দেন
সোহান মাহমুদ জানান বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ফরিদ উদ্দীনের হাত ধরে মাত্র ২৪ জন সদস্য নিয়ে যাত্রাশুরু করেন
তারপর বিভাগ,তারপর জেলা এখন উপজেলা পর্যায়ে কাজ শুরু হয়েছে বর্তমানে সংগঠনটিতে প্রায় ২০০০০ এর ও অধিক সেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে
তাদের লক্ষ হচ্ছে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করা সে বিষয়ে মানুষকে সচে তন করা
তাদের উদ্দেশ্য হচ্ছে ২০২১ সালে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে তুলা ধরা। বাংলাদেশকে চতুর্থতম নোংরা দেশের কলঙ্ক মোচন করা।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics