সময়কাল ডেস্ক :গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন এবং নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জন।
এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার ৪২ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের ৮৫টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজেটিভ এসেছে। শনাক্তের হার ২৭ দশমিক ০৫ শতাংশ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics