সময়কাল ডেস্ক :রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন।
রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের চারজন, নওগাঁর ৫ জন এবং কুষ্টিয়ার দু’জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন ।
সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩ টি নমুনার মধ্যে ১১১জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ৪৪ শতাংশ। নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নওগাঁ জেলার ৮৮ টি নমুনায় ৪৩ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ২৫ শতাংশ। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনায় ২২ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics