সময়কাল নিউজ
সময়কাল নিউজ

রিয়াদের সামরিক স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

সময়কাল ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

হুতি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার তার টুইটবার্তায় এ হামলার কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।

টুইটবার্তায় তিনি লিখেছেন— আমাদের ড্রোন রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবিলায় এ ধরনের পাল্টা আঘাত চালিয়ে যাবে ইয়েমেন, যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে।

তবে এ হামলার বিষয়ে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি সামরিক জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা।

সময়কাল নিউজ