ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া জংশন স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকার রেলওয়ে সেতুর উত্তর পাশ থেকে দেহ বিহীন ৩ টুকরো কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নিচে ফেলে হত্যা করে পালিয়ে যায়। মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics