সময়কাল নিউজ
সময়কাল নিউজ

শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বিজয়নগর উপজেলার শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারে পাঠাগারের সভাপতি মৃনাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছাব্বির আহমেদ উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো ইসয়াক সরকার উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাস্টু মিয়া পাঠাগারের সাধারন সম্পাদক সাংবাদিক তানভীর আমিদ রাজীব শফিকুর রহমান শাহীন প্রমুখ

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে ও আলোচনার মধ্যদিয়ে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং জাতির জনকের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আজ ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আজকের এই দিনটিকে সারাদেশে যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের সাথে পালন করছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বের জন্যই মুক্তিকামী বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই সম্ভব হতো না। অতএব বংলাদেশ মানেই বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

সময়কাল নিউজ