এম বাদল খন্দকার
সরাইল (ব্রাক্ষনবাড়ীয়া) সংবাদদাতাঃ
ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ক্ষমতাপুর প্রয়াত সিদ্দিক উল্লাহ স্মৃতি সংসদে উদ্যােগে এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৌকা বাইচ প্রতিযোগিতা সভাপতিত্ব করেন ব্রাক্ষনবাড়ীয়া জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় ঐীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর চৌধুরী মন্টু, সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষমতাপুর এলাকায় বিশিষ্ট সরদার জনাব আলেক শাহ মিয়া, ও বিশিষ্ট সরদার জনাব জলিল মিয়া। নৌকা বাইচের আয়োজক জনাব ওসমান উল্লা ও লোকমান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা জুডিসিয়াল ম্যাজিষ্টেট মাঈমনা আক্তার মনি, বিশেষ অতিথি ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ও শাহবাজপুর ইউনিয়ন ছাএলীগের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক জনাব মাসুদ রানা রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ তাহের মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবা আছমা আর, ও এলাকায় বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য তিতাস নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল নামে।
সকাল থেকে বিভিন্ন স্হান থেকে পুরুষ মহিলা ছুটে আসেন, নৌকা বাইচ এ ৫ টি নৌকা অংশ গ্রহন করেন, প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব কিন্তু সিদ্দিক উল্লাহ স্মৃতি সংসদের আয়োজক বৃন্দ আলোচনা মাধ্যমে বুল্লা ফুল মিয়া মেম্বারের নৌকা কে প্রথম স্হান ঘোষণা করে প্রথম পুরস্কার তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ২ স্হান হিসেবে ঘোষণা করেন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব কে এবং তাদের হাতে বিশেষ অতিথিগন পুরস্কার তুলে দেন, ৩য় স্হান অধিকার করেন মজিবুর ভুইয়া নৌকা এখতিয়ারপুর ও বাকী দুটি নৌকাকে শান্ততা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথিগন, উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করেন সরাইল থানা পুলিশ ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics