সময়কাল নিউজ
সময়কাল নিউজ

শাহবাজপুর বন্দেরহাটি হযরত আমির হামজা (রাঃ) জামে মসজিদের উদ্যােগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এম বাদল খন্দকার,
সরাইল (ব্রাক্ষনবাড়ীয়া) সংবাদদাতাঃ

শাহবাজপুর বন্দেরহাটি হযরত আমির হামজা রাঃ জামে মসজিদের উদ্যােগে ৯তম ইসলামী মহাসম্মেলন আজ ২৫ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি জনাব আব্দুল আহাদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পীরে কামেল ওলি ইবনে ওলি আল্লামা হযরত মাওলানা মুফতি অলিউর রহমান সাহেব, শায়খে বরুনা সিলেট। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন জামিয়া দারুল আরকাম আল- ইসলামিয়া ব্রাক্ষনবাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মাজহারুল হক কাসেমী সাহেব, জামিয়া ইসলামিয়া আহাদিয়া হাফিজিয়া দারুন নুর মৈশাইর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব,মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশেমী সাহেব। মাদরাসাতুল উসুওয়া আল ইসলামিয়া ব্রাক্ষনবাড়ীয়ার মুহতামিম হযরত মাওলানা বদরুল আলম সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামগন এর মধ্যে জামিয়া ইসলামিয়া আহাদিয়া হাফিজিয়া দারুন নুর মৈশাইর মাদরাসার শিক্ষক হযরত মাওলানা মুফতি আবু বক্কর সাহেব,হযরত মাওলানা হাফিজুর রহমান ইসলামাবাদী সাহেব, ব্রাক্ষনবাড়ীয়া। হযরত মাওলানা হাফেজ আব্দুল হাকিম সাহেব, ঢাকা। শাহবাজপুর দারুল উলুম হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষক হযরত মাওলানা জাহিদুল ইসলাম জিহাদী সাহেব, শাহবাজপুর বন্দেরহাটি হযরত আমির হামজা রাঃ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ক্বারী ইয়াছিন আরাফাত সাদী সাহেব, মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক হযরত মাওলানা তাফাজ্জুল হক আব্বাসী সাহেব। মাহফিল পরিচালনা করেন মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ আরকামী সাহেব।

সময়কাল নিউজ