সময়কাল ডেস্ক :করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড হলো ভারতে। একদিনে চার লাখ ছাড়িয়ে গেল দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন।
দৈনিক আক্রান্তের হিসাবে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই দেশেটিতে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।
দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার তিন জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২ লাখ ৭২ হাজার ২৫৬ জন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics