সময়কাল নিউজ
সময়কাল নিউজ

সম্রাট অসুস্থ, নেয়া হয়েছে হৃদরোগ হাসপাতালে

সময়কাল নিউজ ডেস্ক:
৬ মাসের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গুরুত্বর অসুস্থ। স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ডাক্তার ও সম্রাটের আইনজীবীরা শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করবেন।

প্রসঙ্গত, রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

সময়কাল নিউজ