সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ পিচ ইয়াবা সহ ইয়াবা সম্রাট মামুনকে আটক করেছে সরাইল থানার পুলিশ।
আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র নিদের্শনায় এএসআই(নিরস্ত্র) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানাধীন সরাইল কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মুসা চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক সম্রাট মোঃ মামুন মিয়া (২২) কে আটক করা হয়।
আটককৃত মো: মামুন মিয়া সে উপজেলার কালিকচ্ছ (সর্দারবাড়ির) মৃত নুরু মিয়া ছেলে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো: মামুন মিয়াকে হাতেনাতে আটক করে পুলিশ। পরবর্তীতে ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics