মোঃ আলমগীর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মহীন মানুষের পরিবারের মাঝে খাদ্য সহয়তা করেছেন সামাজিক সংগঠন নব প্রত্যয়। বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারি বেসরকারী ও ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকায় এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই দুর্যোগকালে কর্মহীনদেন মানবিক সহায়তা দান করে তাদের পাশে দাড়িয়েছে সরাইল উপজেলার সামাজিক সংগঠন নব প্রত্যয়। নব প্রত্যয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আনোয়ার হোসেন শ্রাবণ জানান, নিজেদের মত করে যতটুকু সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে কিছুটা হলেও এই দুঃসময়ে মানুষের উপকারে আসে, আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন নব প্রত্যয় প্রতিষ্ঠাতা ও পরিচালক আনোয়ার হোসেন শ্রাবণ, সমাজ কল্যান সম্পাদক অপর্ব ওয়াছেল, সহকারি দপ্তর সম্পাদক আলাউদ্দিন, এডমিন প্যানেল রাহিমুল হক, সাব্বির রহমান, কামরুল ইসলাম, জয়নাল, রানা আহমেদ, বিন আমিন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics