সরাইল থেকে মোঃ রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুষ্টি,মেধা ও দারিদ্র বিমোচন শ্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে আজ দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।
প্রদর্শনীর অর্ধশত স্টলে গরু-ছাগল, হাস-মুরগি, কুকুর সহ নানা পশুপাখি প্রদর্শন করা হয়। স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য শিউলী আজাদ। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন সংসদ সদস্য শিউলী আজাদ।
সরাইল উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনী এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২, মহিলা সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এবং পরিচালনায় মোঃ জহিরুল ইসলাম রিপন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি শিউলী আজাদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ অসলাম হোসেন।
এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ ইমরান, সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, সরাইল উপজেলা যুবলীগের নেতা সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলু, সরাইল উপজেলা রিপোর্টার ইউনিটির সাধারন সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্হিত ছিলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics