এম মনসুর আলী, সরাইল:
সরাইলে আকরাম হোসেন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। আকরাম অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের শিবলী মিয়ার ছেলে। এ ঘটনায় ৬ই অক্টোবর সরাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন ছাত্রের বাবা। জিডি ও পারিবারিক সূত্র জানায়, ডক ইয়ার্ডের রঙমিস্ত্রি শিবলী মিয়ার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে আকরাম দ্বিতীয়। নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা আল-মাদ্রাসাতুল ইসলামীয়া আল আরাবিয়া মাদ্রাসায় হাফেজী পড়তো আকরাম। গত ৬ই অক্টোবর রোববার সকাল ১১টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাতে তার অভিভাবকরা খোঁজ নিয়ে দেখেন আকরাম মাদ্রাসায় যায়নি। চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন।
রাত থেকেই তারা আশেপাশের সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে থাকেন। কোথাও সন্ধান মিলেনি আকরামের। ৭ই অক্টোবর সরাইল থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন শিবলী। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি আকরামকে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics