সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যুবলীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ রবিবার সকালে (১৫ আগষ্ট ২০২১ খ্রিঃ) সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সরাইল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোকাররম আলী সোহেল এর পরিচালনায় এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও সরাইল উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী পায়েল হোসেন মৃধা।
এ সময় বীরমুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাশেদ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী,ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ সৈয়দ তানভীর হোসেন কাউছার।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আলী,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজি ইকবাল হোসেন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান
আব্দুল জব্বার,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান,সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শেখ জাফর আহমেদ মোজাহিদ, আওয়ামীলীগ নেতা রাজ্জাক মৈশান, সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা চয়ন ঠাকুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কাশেম,আশরাফুল ইসলাম,রুবেল মিয়া ছাত্রলীগ নেতা মোঃ সাহিনসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সরাইল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।
১৫ আগষ্ট এর স্মৃতি চারন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ অনুষ্টিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা রহিছ উদ্দিন।দোয়া শেষে অতিথিদের মাঝে তাবারক বিতরন করা হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics