সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সরাইল প্রতিনিধি মোঃ আল মামুন খানকে মুঠোফোনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ হয়নি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কল্যাণ ব্রিকস। এ ব্যাপারে সাংবাদিক আল-মামুন খান গত ২৭ মার্চ সকালে এলাকায় অবস্থিত ইটভাটার কিছু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। এর কিছুক্ষণ পরই আল মামুন খানকে মুঠোফোনে (০১৭১১৮১১৭৫৩) কল্যান ব্রিকসের মালিক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী নিজেকে আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা দাবী করে নুরুল ইসলাম কালন পরিচয় দিয়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের (হত্যার) হুমকি দেয়। এর পর তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন। জিডি নং ১১২৬ তাং ২৮-০৩-২০২০। এ বিষয়ে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, প্রাথমিক পর্যায়ে এ অভিযোগটি জিডি হিসেবে নথিভূক্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics