সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪ টায় ছোট দেওয়ানপাড়া ঠাকুর বাড়ির সামনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাঃ নোমান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, বিশিষ্ট শিক্ষানুরাগী কানু মিয়া, জাতীয় পার্টি নেতা রহমত হোসেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস -চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ও মরহুমের ভাই ডিপতি মিয়া প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বরুনা পীর সাহেবের দ্বিতীয় খলিফা ও ইসলামাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহসান উল্লাহ।
সরাইল উপজেলার বিভিন্ন স্তরের লোকজন উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics