সময়কাল নিউজ
সময়কাল নিউজ

সরাইলে ১১ বছর বয়সী শিশুর আত্মহত্যা

মোঃ রুবেল মিয়া,সরাইল থেকে : সরাইলে অঞ্জনা নামে ১১ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে বলে জানা যায় ।

গতকাল শুক্রবার বিকালে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।অঞ্জনা উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের আব্দুর রশিদ (৬০) মিয়ার মেয়ে।

খবর পেয়ে, সরাইল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতের ভাই আশেক মিয়া জানায়,
তার মায়ের মৃত্যুর পর থেকে তার বোন অঞ্জনা অস্বাভাবিক আচারণ করতো। আজ বিকালে সবার অগোচরে বসত ঘরের বাশের তীরের সাথে রশি দিয়া গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে সরাইল থানার এসআই হোসনে মোবারক বলেন, নিহতের লাশ উদ্ধার করে সরাইল থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শনিবার সকালে জেলা সদর হাসপাতালে প্রেরণ হবে।

সময়কাল নিউজ