সময়কাল নিউজ
সময়কাল নিউজ

সরাইলে ১ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী

মোঃ রুবেল মিয়া,সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনের সরাইলে কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহার (মানবিক খাদ্য সহায়তা) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার (৩ মে ২০২১ ) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খান সভাপতিত্ব করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩১২, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।

এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস,এম ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খান ও ব্রাহ্মণবাড়িয়া -৩১২, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।সুবিধাভোগী প্রতিটি পরিবারকে দশ কেজি চাউল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি ডাল ও এক কেজি সেমাই দেয়া হয়।

সভায় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানুষের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সময়কাল নিউজ