সময়কাল নিউজ
সময়কাল নিউজ

সরাইল বাজারে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম – নিয়ন্ত্রণে নেই কোন উদ্যোগ

এম বাদল খন্দকার,
সরাইল (ব্রাক্ষনবাড়ীয়া) সংবাদদাতাঃ

ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন গিয়ে দেখা যায় পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে- নিয়ন্ত্রণে নেই কোন উদ্যোগ। উপজেলার শাহবাজপুর বাজার, সরাইল বাজার, কালিকচ্ছ বাজার,পানিশ্বর বাজার,বাড়িউড়া বাজার,টিঘর বাজার সহ প্রত্যেকটি বাজার ঘুরে দেখা যায় জিরা ১২০০ টাকা কেজি,পেয়াজ ১৩০ টাকা,রসুন ২০০ টাকা, হলুদ ২০০ টাকা, শুকনা মরিচ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজি বাজারে গিয়ে দেখা যায় – সিম ২০০ টাকা, আলু ৭০ টাকা, লাউ ১ পিস ৮০-১০০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, কচুর ছড়া ১০০ টাকা, করল্লা ১০০ টাকা, লোপবা ১০০ টাকা, লাফা বেগুন ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, ফুল কপি প্রতি পিস ১০০ টাকা, জলপাই ১২০ টাকা,কাচা তেতুল ১৫০ টাকা, ঢেড়শ ৯০ টাকা, জিগা ৮০ টাকা। অস্হির লেয়ার ব্রয়লার মোরগীর বাজার, মাছ কিনতে গেলে তো বলার মত না, বাজার করতে আসা দুধ মিয়া (৬০) সময়কাল নিউজকে বলেন,আমরা সাধারণ মানুষ বাজার করতে এলে মাথা ঘুরে যায়, যাই কিনতে যাই ১০০ এর নিছে নেই। কেউ কি নেই এইসব নিয়ন্ত্রণে আনার মত। তাহলে আমরা সাধারণ মানুষ কিছু খেয়ে জীবন যাপন করতে পারি। ডিমের বাজার তো প্রতিনিয়ত উঠানামা করছেই। সব মিলিয়ে সরাইলে পণ্যের বাজারে অস্হিরতা বিরাজ করছে।

সময়কাল নিউজ