‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷‘ঈদ মোবারক, সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷
‘‘ঈদ মানেই খুশি৷ তাই কার্ড নয়, ফুল নয়, জানাই সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷’পাশাপাশি করোনা ভাইরাসের এই মহামারিকালে যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে ঘরে বসে পরিবার-পরিজন নিয়ে সবাইকে ঈদের আনন্দ উপভোগ করুন। এই ভাবে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক যুগান্তর, এশিয়ান টিভি ও এশিয়ান এইজের বিজয়নগর প্রতিনিধি,সাপ্তাহিক তিতাস বাণীর বার্তা সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ অভিযান” এর চেয়ারম্যান, রাইট টাইমস ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, সময়কাল নিউজ এর প্রকাশক, বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক,দৌলতবাড়ী দরবার শরীফের প্রেস সচিব, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবী এবং সমবায় ঐক্য পরিষদের সভাপতি, সাংবাদিক, লেখক ও আধ্যাত্বিক গবেষক সারুয়ার হাজারী পলাশ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics