সময়কাল ডেস্ক :
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনে ব্যক্তিগত অর্ধশতক রান করলেন দেশসেরা এই তারকা ক্রিকেটার।
চট্টগ্রাম জহুর হক চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনশেষে সাকিব ৩৯ ও লিটন ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেন লিটন। এরই মধ্যে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হাঁকান সাকিব। ১১৮ বলে ৪ চারের মাধ্যমে ৫১ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছে মেহেদী হাসান মিরাজ (১০)।
গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক।
৫ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করে স্বাগতিকরা।
প্রথম দিন সাদমান ইসলামের ৫৯ রানের ইনিং স বাংলাদেশের স্কোরবোর্ডে সবচেয়ে বড় অবদান রাখে। এরপর নাজমুল হোসেন শান্ত’র ২৫, মুমিনুল হকের ২৬ ও মুশফিকুর রহিমের ৩৮ রান স্বস্তিতে রাখে তাদের।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics