অদ্য ১৬-০৭-২০২০ খ্রিঃ বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের সম্মেলন কক্ষে রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম মহোদয় ।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জুন/২০২০ মাসের সামগ্রিক মূল্যায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা-কে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করে পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে “সন্মাননা স্মারক” প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করেন জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়।
উক্ত সভায় অতিঃ ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএমসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics