সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগরে ১৩ জনকে আর্থিক জরিমানা প্রদান

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে সারাদেশে সরকারের কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিনের ন্যায় আজও কোরবানির পশুহাট ও বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাবেয়া আসফার সায়মা।

আজ (১৭ জুলাই) শনিবার বিকালে উপজেলার মির্জাপুর গরুর বাজার ও আমতলী বাজার এলাকায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে পরিচালিত মোবাইল কোর্টে সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ১১ টি মামলায় ১৩ জনকে ৩ হাজার ২শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের পুলিশ ও গ্রাম পুলিশের সদস‍্যগণ প্রত‍্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছেন। জনস্বার্থে এই কার্যক্রম অব‍্যহত থাকবে বলে জানিয়েছেন এসিল্যাণ্ড।

সময়কাল নিউজ