সময়কাল ডেস্ক :অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকার্ট। এ ছাড়া ১০ লাখ টাকার জরিমানাও বহাল রেখেছেন আদালত। আদালতের রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics