সরাইল থেকে মোঃ রুবেল মিয়া : হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। পরে উদ্ধারকৃত স্মার্টফোনটির প্রকৃত মালিক মেহেরাফ হাসান মেহেদীর নিকট হস্তান্তর করেছে সরাইল থানা কর্তৃপক্ষ।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর দিক-নির্দেশনায় গত ০১/০৬/২০২১ইং তারিখে সরাইল থানার এসআই(নিঃ) মোঃ হোসনে মোবারক ও কম্পিউটার অপারেটর রহমত আলী এর সার্বিক প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় Vivo Y11 এন্ড্রোয়েড স্মার্ট ফোন টি বরিশাল জেলার মুলাদী থানা এলাকা হইতে উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত স্মার্টফোনটির প্রকৃত মালিক মেহেরাফ হাসান মেহেদী কে বুজিয়ে দেন সরাইল থানা পুলিশ।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার এসআই মোঃ হোসনে মোবারক।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics