সময়কাল ডেস্ক :দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অর্ধেকেরও বেশি গ্রামের মানুষ। করোনার তীব্রতা অনেক বেশি হলে তারপর হাসপাতালে আসছেন এসব রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সব কথা জানিয়েছেন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সব কথা জানান।
তিনি বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না, বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে আসছেন। তখন তাদের ৫০ শতাংশেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানতে পেরেছি।
স্বাস্থ্যের ডিজি বলেন, ‘মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।’
এদিকে করোনায় রোববার দেশে রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে এবং মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics