সময়কাল নিউজ
সময়কাল নিউজ

হাড় কাপানো শীত চুয়াডাঙ্গায়, তাপমাত্রা ৫.৭

সময়কাল ডেস্ক :
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টার সময় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচণ্ড শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কয়েকদিন ধরে চলা শীতের প্রকোপে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের কর্মকর্তা আব্দুস সামাদ জানান, আজ জেলার তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গত ৬ দিন ধরে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। বুধবার বিকাল থেকে পারদের তাপমাত্রা নামতে শুরু করে রোববার এসে দাঁড়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে শীত নিবারণের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লেগেছে। একাধারে শীতের প্রকোপ বাড়তে থাকাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

সময়কাল নিউজ