সময়কাল ডেস্ক :গ্রেফতারের এক মাস ২২ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বের হন। এ সময় জেলগেটে বিপুল পুলিশ মোতায়েন ছিল। পরে তিনি সোজা বাসায় চলে যান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহদফতর সম্পাদক ইদ্রিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্ত হন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেটে নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাৎ করা যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওইদিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহমহিলা সম্পাদক লুসি খানের এক কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় পুলিশ শাহাদাত হোসেনকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।
ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক। এর আগে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন। সবশেষ কেন্দ্রীয় বিএনপির কাউন্সিলে তাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল, তিনি সে দায়িত্ব ছেড়ে দেন। গত সিটি নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে নির্বাচন করে হেরে গেছেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics