সময়কাল নিউজ
সময়কাল নিউজ

৩৫০ বছরের পূরনো আরিফাইল মসজিদ যেন সৌন্দর্যের লীলাভূমি

৩৫০ বছরের পূরনো আরিফাইল মসজিদ যেন সৌন্দর্যের লীলাভূমি

লেখক,
সাংবাদিক, এম বাদল খন্দকার,
সরাইল,ব্রাহ্মণবাড়িয়া

আরিফাইল জামে মসজিদ ব্রাক্ষনবাড়ীয়ার সরাইলের সদর ইউনিয়নে আরিফাইল গ্রামে অবস্হিত। যা বাংলাদেশের পুরাতন সুন্দর মসজিদের মধ্যে একটি। (৩৫০) বছর পৃর্বে নির্মিত মসজিদটি বাংলাদেশ প্রত্নতও্ব অধিদপ্তরের এর তালিকা ভুক্ত একটি প্রত্নতাও্বিক স্হাপনা। স্হানীয় ভাবে এটি আইড়ল মসজিদ নামে পরিচিত। মসজিদ টি সরাইল উপজেলা সদরের আরিফাইল গ্রামে সাগরদিঘীর দক্ষিন পাশে অবস্হিত। কিছু দিন আগে এটি আবার সুন্দর করে সংস্কার করা হয়। সাথে আছে বিশাল দিঘী যার বাতাস আপনাকে দিবে ক্লান্তিহীন অনুভূতি। মসজিদ টি নির্মিত হয় ১৬৬২ সালে। স্হানীয় জনশ্রুতি অনুসারে দরবেশ শাহ আরিফ এই মসজিদ টি নির্মাণ করেন এবং তার নামানুসারে এই মসজিদের নাম করন করা হয়। মসজিদটির মোট প্রবেশপথ ৫ টি, যার তিনটি হল পৃর্বদিকে এবং বাকি দুটি যথাক্রমে উওর ও দক্ষিণ দিকে। মসজিদের চার কোনায় রয়েছে চারটি বুরুজ। এটিতে মোট তিনটি গম্বুজ রয়েছে। গম্বুজ গুলোতে পদ্মফুল অঙ্কিত রয়েছে। মসজিদের দেয়ালের বাইরের দিকটা চার কোনা খোপ দিয়ে সজ্জিত। এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম করা হয়েছে। তবে পূর্বের কাঠামো এখন ও ঠিক আছে। মসজিদের উত্তর পাশে রয়েছে একটি দিঘী এবং মসজিদের পশ্চিম পাশে রয়েছে দুটি কবরস্থান ও দক্ষিন পাশে আছে আরিফাইল মাজার যা জোড়া কবর নামে পরিচিত এবং এলাকায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে অবস্হিত। মসজিদের পাশের দিঘীটি সাগরদিগী নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায়,এক সময় এিপুরা রাজ্যের রাজধানী ছিল সরাইল এবং বারো ভুইয়ার অন্যতম ইশা খাঁর শাসন ছিল এখানে। ইশা খাঁ আরিফাইল মসজিদ ও পাশ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। অনেকের ধারণা ইশা খাঁর দুই স্ত্রী ইন্তেকাল করলে তাদের কে মসজিদের পাশে কবর দেওয়া হয়। কবর দুইটির সৌন্দর্য বর্ধন করা হয়। কবর দুটি পাশাপাশি হওয়ায় পরবর্তী সময়ে “জোড় কবর ” নামে পরিচিতি লাভ করে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এডঃ আশরাফ উদ্দিন মন্তু বলেন,বর্তমানে বাংলাদেশ প্রত্নতাও্বিক অধিদপ্তরের অধীনে মসজিদটি প্রত্ন সম্পদ হিসাবে ঘোষিত হয়েছে। তিনি বলেন মসজিদের কাজকর্ম সর্বদা মসজিদের মুসল্লিরা করে থাকে। সরেজমিনে জানা যায় বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল বিশ্বরোড থেকে সিএনজি দিয়ে সরাসরি মসজিদে আসা যায়। উপজেলা পরিষদ থেকে বা সরাইল বাজার থেকে রিকশা বা পায়ে হেঁটে ও আসা যায় এই আরিফাইল মসজিদে।

সময়কাল নিউজ