সময়কাল নিউজ
সময়কাল নিউজ

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সময়কাল ডেস্ক :৭ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামতের কাজ শেষ করে। এর পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছলে পেছনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। রাত পৌনে ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দীর্ঘ ৭ ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সময়কাল নিউজ