বিজয়নগরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমাজে অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন বুরো বাংলাদেশ । ১৬ মে শনিবার সকাল ১১ টায় উপজলা চত্বরে উপজেলার ১৬০ জন অসচ্চল ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামরীতে বিজয়নগরে বুরো বাংলাদেশ অত্যন্ত সুনামের সাথে এনজিও সংস্থা হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। বুরো বাংলাদেশের উর্ধতন নিরিক্ষক ধনঞ্জয় সরকার, এলাকা ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে সরকার । এ ছাড়াও শাখা ব্যবস্থাপক সহ অন্যান কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ১০ কেজি করে চাল, 2 কেজি আলু, ১ কেজি করে ডাল, ১ লিটার করে তেল, ১ কেজি লবণ, ২টি সাবান,১ কেজি চিনি ১ পেকেট সেমাই, গুড়ো দুধ ও ২টি করে মাস্ক।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics