সময়কাল নিউজ
সময়কাল নিউজ

ধর্ম মন্ত্রণালয়ের ওমরাহ কার্যক্রম শুরু

সময়কাল নিউজ ডেস্ক : সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল ওমরাহ ভিসা। সম্প্রতি ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি আরব।

তবে সৌদিতে ওমরাহ পালনে কিছু শর্ত দেওয়া হয়েছে। ওমরাহ পালনে যেতে চাইলে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের।

চীনের তৈরি টিকার পূর্ণ ডোজের সঙ্গে ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জেঅ্যান্ডজে’র বুস্টার ডোজ নেওয়া থাকতে হবে।

১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী ১ মহররম থেকে ওমরাহ শুরু হয়েছে।

সময়কাল নিউজ