মোঃ তাসলিম উদ্দিন,সরাইল:
“মাদককে না বলুন, সুন্দর সুশীল সমাজ গড়ুন” এ স্লোগান কে সামনে রেখে সরাইলে হুমায়ুন ঠাকুর স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট এর অনুষ্ঠিত খেলায় বিজয়ী হলো পাঠান পাড়া সততা স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় টিঘর সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে ২ -০ গোলে পরাজিত করে বিজয়ী হয় পাঠান পাড়া সততা স্পোর্টিং ক্লাব।
মঙ্গলবার (৮ অক্টোবর ) বিকেল সাড়ে চারটায় ঐতিহাসিক সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে হুমায়ুন ঠাকুর স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট -২০১৯ খেলা অনুষ্ঠিত হয়।উক্ত জমজমাট খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে, সদর ইউনিয়নের পাঠান পাড়া সততা স্পোর্টিং ক্লাব বনাম টিঘর সেভেন স্টার স্পোর্টিং ক্লাবএ খেলায় ২-০ গোলে বিজয়ী হয় পাঠান পাড়া সততা স্পোর্টিং ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল মনোয়ারা হাসপাতালের পরিচালক মোঃ বিপ্লব হোসাইন।
এ সময় উপস্হিত ছিলেন,সরাইল সদর ইউনিয়নের সচিব মোঃ মাহবুবুল ইসলাম জুয়েল ঠাকুর, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, মোঃ রওশন মিয়া, পানিশ্বর ইউপি সদস্য মোঃ লাইয়েস মিয়া প্রমুখ।খেলা শেষে উপস্থিত অতিথিরা ম্যাচ সেরা খেলোয়াড় কে পুরস্কার তুলেদেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন এম এ মজিদ বক্স, রেফারি মোঃ শফিক।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics